জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম, শীতবস্ত্র ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:১৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী কোরআন খতম, শীতবস্ত্র বিতরণ, এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক সুমন মজুমদার, গোলাম রাব্বানী, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মিয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সৈয়দ আরিফ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন, ইকবাল হোসেন, আসলাম হোসেন, এনামুল হক মনি, মোখলেস, আব্দুল মালেক প্রমুখ।