কুড়িগ্রামে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:০০ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসের সূচনা হয়, পরে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবু, এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবার রহমান, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজল, সদস্য সচিব আরমান, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ লালন করে সামনের দিকে দলকে এগিয়ে নিতে হবে।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।