জিয়াউর রহমান ছিলেন নেতৃত্বহীন জাতির দিশারী : সম্মিলিত পেশাজীবি পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১১:৪৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা,মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ। পরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতা-কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্নার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, পেশাজীবি নেতৃবৃন্দের মধ্যে প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর হারুন আল রশিদ, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, ডা. আবদুস সালাম, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, কৃষিবিদ শামীমুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুল হালিম, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, প্রফেসর ডা. শহিদুর রহমান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. কাকন, ইঞ্জিনিয়ার হানিফ, ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন আকন্দ, বিপ্লব উজ জামান বিপ্লব, তানভীরুল ইসলাম, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম, কৃষিবিদ নুরুন্নবী ভূঁইয়া শ্যামল, সাংবাদিক এসএম রিয়েল রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালী জাতির উপর ঝাঁপিয়ে পড়লো, নেতৃত্ব শূণ্য জাতি যখন কিংকর্তব্যবিমূঢ জাতির চরম এই ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান এক ঐতিহাসিক যুগান্তকারী দায়িত্ব পালন করেন। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয় এবং তিনি যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। তিনি হন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে প্রতিটি ক্রান্তিকালে ত্রাতার ভূমিকায় জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছিল। জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম ছিল সকল প্রশ্নের ঊর্ধ্বে ও ঈশ্বনীয়।
কাদের গনি চৌধুরী বলেন, শহীদ জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণেই আমাদের জাতিসত্ত্বার সঠিক স্বরূপটি ফুটে ওঠে, যা আমাদের ভৌগোলিক জাতিসত্তার সুনির্দিষ্ট পরিচয় দান করে। বিশ্ব মানচিত্রে আমাদের আত্মপরিচয় উদ্ভাসিত হয়ে ওঠে। ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখারও অবিনাশী দর্শন। শহীদ জিয়ার জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো ইনশাআল্লাহ।