জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পবায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭ এএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৬:৪২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীর পবা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আলোচনা সভা ও দোয়া মাহফিলে পবা উপজেলা বিএনপির আহবায়ক সেলিম রেজা বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক,রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ড.শফিকুল হক মিলন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু, আলমগীর হোসেন, পবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য জেকের আলী, গোলাম মুজাহিদ, সুলতান আহম্মেদ, রমজান আলী, আব্দুর রহমান, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোতাহার হোসেন, যুগ্ম আহবায়ক সেলিম মেম্বার, পারিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোকলেসুর রহমান রেন্টু, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু বক্কর, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালাম, বড়গাছি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলী, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম, সোহেল রানা,হাবিবুর রহমান, আক্তারুজ্জামান, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুর্ত্তজা ফামিন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, হাসান আলী, লিটন।