জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৮ এএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:৩৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আড়ুয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু ওপর নেতৃত্বে এই শীতবস্ত্র দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষানবিস আইনজীবী বকুল আলী, আবদুল্লাহ আল নোমান, ইমন, তামিম, নাফিজ, অনিক, সিয়াম, জিম, জিদান, আলিমুন, মুহিন, রোহান, ফয়সাল সহ আরো অনেকে।