গ্রেফতার নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ এএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১১:৩৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশে এক কঠিন সংকটময় সময় চলছে। সরকার রাষ্ট্রীয় সকল দপ্তরকে দুর্নীতি আর লুটপাটের আখড়া বানিয়ে রেখেছে। রাষ্ট্রীয় শাসনব্যবস্থার এতই দলীয় করণ করা হয়েছে যে, প্রতিটি সেক্টর পরিচালিত হচ্ছে আওয়ামী দৃষ্টিকোণ থেকে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে দেশে নীরব দুর্ভিক্ষ বিরাজ করছে। বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে মরার উপর খাড়ার ঘা দিচ্ছে। এই স্বৈরাচারী জুলুমবাজ সরকারের দুঃশাসন থেকে বাঁচতে আমাদেরকে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। দেশের জন্য লড়তে, জনগনের নেতৃত্ব দিতে রাজনীতিবিদ হতে হয় না। এই দেশ সবার। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। জিয়াউর রহমান দেখিয়ে গেছেন, দেশপ্রেম থাকলে দেশের একজন নাগরিক হয়ে যেকেউ দেশ রক্ষার দায়িত্ব নিতে পারে। কেউ এসে আমাদের রক্ষা করবে না। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে গণতান্ত্রিক লড়াই করতে হবে আমাদেরকেই। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগন সকল ক্ষমতার উৎস।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মীর হেলাল আরো বলেন, ফ্যাসিস্ট সরকার পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ বিএনপি'র দশ দফা দাবিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের আগামীর রাষ্ট্র কাঠামোর ২৭ দফা এখন জনগণের স্বপ্ন। জনগণ তার স্বপ্ন বাস্তবায়নে দেশের শাসনভারে তারেক রহমানকে দেখতে চায়।
মীর হেলাল সরকারকে হুঁশিয়ার করে বলেন, অবিলম্বে পদত্যাগ করে দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দিন। জনগনের অধিকার আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা প্রদান বন্ধ করুন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে নিয়ে রাজপথে থাকবো।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এইচ এম এম আসিফ চৌধুরী লিমন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ আরিফুর রহমান, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, নুর নবী মহররম, সদস্য যথাক্রমে আল মামুন সাদ্দাম, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।