দেশের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি : আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১২:২৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
৪২ দিন পর জেল থেকে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাবেক ছাএনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কারাগার থেকে বের হয়ে আসেন আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির অপেক্ষায় দুপুর থেকেই দলের নেতাকর্মীরা কারাগারের গেইটে অপেক্ষা করছিলেন।
সন্ধ্যায় যখন আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জেল থেকে বের হয়ে আসেন তখন কারাগারের বাহিরে অপেক্ষায়মান বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের ফুলেল শুভেচছায় মালা দিয়ে বরন করে নেন।
এর আগে বিকেল ৫ টায় বিএনপির এই নেতাদের জামিন নামার কাগজপত্র কারাগারে পৌছায়।
দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় দেখা যায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা আব্দুস সালাম ও সাবেক ছাত্রনেতা এ্যানির জামিনের সংবাদ পেয়ে কেরানীগঞ্জ ও ঢাকার আশপাশের বিএনপির নেতাকর্মীরা দুপুর থেকেই কারাগার প্রাঙ্গনে এসে হাজির হন। জানা যায়, এ সময় কারাগার কতৃপক্ষ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
রাজধানীর নয়াপল্টনে গতবছরের ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর দলটির দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতা আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
এরপর তাদের নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নয়াপল্টনে আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
জেল থেকে ছাড়া পেয়ে আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সরাসরি দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান। তারা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সেখানেও দলের কয়েক শতাধিক নেতাকর্মী আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বাগত জানান।
এসময় ঢাকা মহানগর বিএনপির ও বিভিন্ন থানার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, আ ন ম সাইফুল ইসলাম, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, মহানগরীর সদস্য আকবর হোসেন নান্টু ভূঁইয়া, হাজী মোঃ নাজিম, চেয়ারম্যান জুম্মন মিয়া, ওমর নবী বাবু, বিএনপি নেতা আনোয়ারুল আজিম, আশরাফুল রহিম, লিটন খানসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।
নয়াপল্টনে দলের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য আব্দুস সালাম বলেন, মামলা হামলা গ্রেফতার নির্যাতন করে বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবে না। আমরা মানুষের মুক্তির জন্য, মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য লড়াই করছি। আমাদের হারানো এতো সহজ নয়।
আব্দুস সালাম আরো বলেন, আজকে দেশের গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, তার জন্যও আমরা প্রস্তত আছি।