শহীদ জিয়ার ৮৭তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহে ছাত্রদলের দোয়া মাহফিল-খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১১ পিএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:৪২ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহে দোয়া মাহফিল করেছে মহানগর ছাত্রদল। এ সময় শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তারা।
আজ বুধবার (১৮ জানুয়ারি) বাদ আছর ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের এই কর্মসূচি পালন করে ছাত্রদল।
এর আগে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনের সভাপতিত্বে এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমূখ।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সৎ নির্ভীক রাষ্ট্রনায়ক। তিনি স্বাধীনতার ঘোষক। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।