জিয়াউর রহমান জন্মবার্ষিকীতে রাজশাহী জেলা ছাত্রদলের দোয়া ও শীত বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ পিএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১২:৪৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান( বীর উত্তম) এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ মোতবােক রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যেগে দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে গত ১৬ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দোয়া মাহফিল, শীত বস্ত্র বিতরণের কর্মসূচি ঘোষণা করেন।
আজ বুধবার (১৮ জানুয়ারি) পবা উপজেলার দারুল কুরান হাফিজিয়া আল- ইসলামিয়া এতিম খানা মাদরাসায় দোয়া ও মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল- আমিন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির, কাটাখালী পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাইদ আহম্মেদ আফজাল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, গোলাম মাওলান প্রিন্স, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আহম্মেদ পলাশ, আল সাইফ জীবন, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহনেওয়াজ সহ ছাত্রদলের নেতা কর্মীবৃন্দ৷