বেগম খালেদা জিয়ার মায়ের ১৫তম মৃত্যু বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৯ পিএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৯:১১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের ১৫ তম মৃত্যু বার্ষিকী পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
উল্লেখ্য, ২০০৮ সালের এই দিনে তা মাতা তৈয়বা মজুমদার ইন্তেকাল করেন। দিনাজপুর জেলার জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মায়ের মৃত্যুকালে বেগম খালেদা জিয়াসহ তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সেনাসমর্থিত জরুরি সরকারের কারাগারে বন্দি ছিলেন। প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ দেখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার দুই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই পরলোকগত আরাফাত রহমান কোকো।
রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত জানাজা'র নামাজে শরিক হন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তৎকালীন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান ও তার ছোটভাই প্রয়াত আরাফাত রহমান কোকো। পরবর্তিতে ২০১৫ সালে ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। তার স্ত্রী সন্তান বর্তমানে লন্ডনে আছেন।
১৯২১ সালে ১৮ জানুয়ারি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন তৈয়বা মজুমদার। মরহুমা তৈয়বা মজুমদারের তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দ্বিতীয় মেয়ে চারদলীয় জোট সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক ২০০৭ সালে ইন্তেকাল করেন। বড় মেয়ে সেলিমা ইসলাম ঢাকায় বসবাস করছেন।
মরহুম তৈয়বা মজুমদার এর দুই ছেলের মধ্যে বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সাইদ এস্কান্দার সাবেক সাংসদ ও ছোট ছেলে শামীম এস্কান্দার। সাঈদ এস্কান্দারও ইন্তেকাল করেছেন ২৩ সেপ্টেম্বর ২০১২ সালে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও পরিবারের সদস্যরা জিয়া নিজ বাসায় দোয়াদুরুদের মাধ্যমে সাদামাটাভাবে মৃত্যুবাষির্কী পালন করেন।