দুর্নীতিবাজ-টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত : চুন্নু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬ পিএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১১:১৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, গণমাধ্যমের খবরে জানা গেছে ওয়াসার এমডির বিদেশে ১৪টি বাড়ি আছে। আবার ক্ষমতাসীন দলের এক এমপির নিউইয়র্কে একাধিক বাড়ি রয়েছে। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তদন্ত করা উচিত। দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
আজ বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাপা মহাসচিব এসব কথা বলেন।
এসময় তার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন জাতীয় পার্টির (জেপি) সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেপি নেতা নাসির উদ্দিন ইমরান (ঝালকাঠি-নলছিটি) এবং মো. মেহেদী হাসান শাহাদাত।
চুন্নু বলেন, সরকার দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে জাতীয় পার্টি তাতে সহায়তা করবে। অর্থমন্ত্রী মুখ বন্ধ করে আছেন, তিনি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। কারা বিদেশী ফল আমদানীর নামে হাজার-হাজার কোটি টাকা পাচার করছে, তা দেখার কেউ নেই। দেশের মানুষ ভালো নেই, কারো যেন কোন দায়িত্ব নেই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কষ্টের কথা চিন্তা না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। সারের দাবিতে আন্দোলনরত মানুষের ওপর গুলি চালিয়েছে বিএনপি। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এজন্য সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিরা প্রতিদিনই জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফ, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, শাহজাহান মানসুর, আনোয়ার হোসেন তোতা, মাখন সরকার প্রমুখ।