জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৩ এএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:৫৭ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দরিদ্র মাঝে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল খাবার বিতরণ করেছে।
আজ বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে খাবার বিতরণ করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, আসলাম পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, মাজেদুল হক তালুকদার রতন, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু. জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিনিয়র সহ সভাপতি কায়ছার পারভেজ কাজল, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন সহ আরও অনেক।