চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দিপ্তীসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫০ এএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১২:০১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকায় আসার পথে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা জানান, ১৬ই জানুয়ারি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি দিপ্তী। গতকাল চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে মায়ামী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিএনপি অভিযোগ করেছে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে অভিযোগ করেছে বিএনপি।