ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফ্যাসিবাদের ভয়ংকর দানব জাতীর কাঁধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:১২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ১০ দফা দাবী আদায় ও বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে জেলা বিএনপি এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।
আজ সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে দলটির জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অপর দিকে শৈলকুুপা উপজেলা বিএনপি’র আয়োজনে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সেসময় জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কালীগঞ্জ উপজেলায় এ উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
মোস্তফা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাহবুবার রহমান, আব্দুল হামিদ, ইসরাইল হোসেন জীবন, রেজাউল ইসলাম, লুৎফর রহমান লেন্টু, জুমারত আলী জুম্মা, আশরাফুল ইসলাম মুহুরি, আশরাফুল ইসলাম স্বপন, আবদুল গাফফার, প্রভাষক আব্দুল মাজেদ, নজরুল ইসলাম মোল্যা, আব্দুল মান্নান মনা, আব্দুস সাত্তার, আব্দার আলী, সাদেকুর রহমান সাদেক, হাফিজুর রহমান হাফিজ, রুহুল আমীন, আব্দুল হাকিম ও মোজ্জামেল হোসেন।
এ সকল সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের ভয়ংকর দানব জাতীর কাঁধে চেপে বসেছে। দেশের সম্পদ লুটপাট করে বাইরে পাঠিয়ে দেওয়ার পরও প্রধানমন্ত্রী বলেন কোথায় দুর্নীতি হচ্ছে। বক্তারা ওয়াসার এমডির বিদেশে ১৪টি বাড়ির কথা উল্লেখ করে বলেন, এগুলো কি প্রধানমন্ত্রীর নজড়ে পড়ে না ? বক্তারা বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দাম কমানো ও তাদের দেওয়া ১০ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।