ময়মনসিংহে বিদ্যুতের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে কোতয়ালি বিএনপির বিক্ষোভ-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫১ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১২:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহে বিদ্যুতের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোতয়ালি বিএনপি ও অঙ্গ সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি ও অঙ্গ সংগঠনের নেতারা।
আজ সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর নতুন বাজার এলাকায় কোতয়ালি বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
নগরীর বাগানবাড়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংগ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এতে আরও উপস্থিত ছিলেন কোতয়ালি বিএনপির সাবেক সাধারন সম্পাদক হেলাল আহাম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আজিজ, বিএনপি নেতা হালিম ফকির, আ: রাজ্জাক মিলন, শেখ সেলিম, জুয়েল আহমেদ, আসলাম আলী খোকন, সিদ্দিকুর রহমান, শাজাহান মাষ্টার, ডা: ফজল হক প্রমূখ।