বিরামপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৫৭ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। তবে পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি।
আজ সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত বিএনপি'র দলীয় অফিসের সামনে উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, জেলা বিএনপির সদস্য কমর সেলিম ও মহসীন আলী রাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিঞা শিরন আলম প্রমূখ।
এসময় সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি'র উপদেষ্টা কমিটির সদস্য আজাদুল ইসলাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।