এ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে : মিনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৩১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাজশাহীতে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহীর ভূবনমোহন পার্কে ১০ দফা দাবী বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবীতে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যাতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, এই সরকারের পায়ের তলায় আর মাটি নাই। বিদায় ঘণ্টা বেজে গেছে। যে কোনো সময় ক্ষমতাচ্যুত হবে।
তিনি বলেন, এই সরকার বাংলাদেশের মানুষকে কারাগারে রেখেছে। গণতন্ত্র ধ্বংস করে নয়া বাকশাল কায়েম করেছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকার আমেরিকা, লন্ডল, দুবাই ও কাতারে জায়গা ক্রয় করে বাড়ি ক্রয় করছে। সুইচ ব্যাংকে টাকা রেখে দেশে অর্থের তারুল্য কমিয়ে দিয়েছে। ঘন ঘন বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও লোডসেডিং করে শিল্প কারখানায় উৎপাদন কমিয়ে দিয়েছে। দেশে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে খেটে মানুষসহ উচ্চ ও মধ্যবিত্ত মানুষগুলো পড়েছে মহাবিপদে।
তিনি আরো বলেন, দেশে যথারিতি খাদ্য সংকট দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষ আসবে।
এ অবস্থা থেকে দেশ বাঁচাতে এবং জনগণের ভোট ও কথা বলা অধিকার ফিরিয়ে আনতে এই সরকারকে দ্রুত বিতারিত করা ছাড়া কোনো উপায় নাই। বিএনপি জনগণের হয়ে সরকার পতনের আন্দোলন করছে। এ দেখে অনেক দল বিএনপির সাথে এখন এসছে। আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সকল আন্দোলনে দেশবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনবার্সন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।
উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক সরফুজ্জামান শামীম।
এছাড়াও মহানগর শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার ও সাংগঠনিক সম্পাদক মোসলেমা বেলী এবং মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।