খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৭:২৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
খাগড়াছড়িতে বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবীতে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মো: মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জনাব ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম রাসেলর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ দলের নেতাদের উপর হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ করে তত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। একিসাথে সরকার বিরোধী অন্দোলনে দলীয় নেতাকর্মীদের রাজপথে আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার, আইনের শাসন এবং জীবনের নিরাপত্তা ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষের একটাই দাবি এই সরকারকে বিতাড়িত করা।
উক্ত কর্মসূচিতে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি কংচাইরী মাস্টার সাধারন সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, মোঃ আবু তালেব, প্রচার সম্পাদক আহসানউল্লাহ মিলন, যুব বিষয়ক সম্পাদক মাহাবুব আলম সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভুইয়া, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাাদক শাহেলা আক্তার, জেলা তাঁতী দলের আলমগীর মিয়া সহ সদর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।