নওগাঁর মহাদেবপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১০:৩৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে ১০ দফা দাবি, বিদ্যুতের দাম কমানোর দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ডে মহাদেবপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সহ সভাপতি কছিমুদ্দীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হান্নান প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য আতিকুর রহমান আতিক ও জাহঙ্গীরপুর সরকারি কলেজ শাখার ছাত্রনেতা হানিফ মন্ডল প্রমুখ।
সভার সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য ও প্রতিনিধি দলের সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।