খুলনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে নেতৃবন্দ
এবার আর ছল চাতুরীর নির্বাচন হবে না বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১১:৪৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, এবার আর দেশে কোনো ছল চাতুরীর নির্বাচন হবে না। জনগণ জেগে উঠেছে। এ সরকারের পতন এখন অনিবার্য।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, বিদায় ফ্যাসিস্ট সরকারকে সময় থাকতে নিরাপদে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহবান জানাচ্ছে। কিন্তু কর্তৃত্ববাদী সরকার সে আহবানে সাড়া না দিয়ে দমন নীপিড়ন চালিয়ে ক্ষমতাতে দীর্ঘ করছে। যার পরিণাম হবে ভয়াবহ।
নেতৃবৃন্দ আরও বলেন, এ সরকার দফায় দফায় বিদ্যুৎসহ সকল প্রকার ভোগ্য পণ্যের দাম বাড়িয়ে তুলছে এবং জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ঠেলে দিচ্ছে। দেশের মানুষ আজ ভালো নেই। অথচ এ সরকারের ছত্রছায়ায় লুটপাট করে বিদেশে বেগমপাড়া গড়ে তুলছে। বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতি তলানীতে নিয়ে গেছে। সময় আসছে বিদেশেও পালিয়ে তাদের শেষ রক্ষা হবে না।
নেতৃবৃন্দ প্রশাসনের অতি উৎসাহী কিছু কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, এ সরকার শেষ সরকার নয়। ফ্যাসিস্টকারের আজ্ঞাবহ কর্মচারী না হয়ে জনগণের কর্মচারী হোন। প্রশাসনের কিছু কর্মচারী আজ দলীয় ক্রীড়ানক হিসেবে কাজ করছে। অচিরেই তারা জনগণের রোষনলে শিকার হবেন। তখন ক্ষমা চেয়ে রক্ষা হবে না। তাই সময় থাকতে বিনা ভোটে ক্ষমতা দখলকারীদের পেছন থেকে ফিরে আসুন এবং জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিন।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এ কথা বলেন। তার আগে পূর্ব নির্ধারিত খুলনা রেল স্টেশন থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার কারণে খুলনা জেলা পরিষদের সামনে থেকে দলীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি। এ সময় দুপুর থেকেই খুলনা রেল স্টেশন এলকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিএনপি নেতৃবৃন্দ সংঘাতে না গিয়ে বিকল্প হিসেবে খুলনা জেলা পরিষদের সামনে জড়ো হন। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন এবং বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি খুলনা নগর ভবন, শহীদ হাদিস পার্কের উত্তর পাশ হয়ে খুলনা সদর থানার সামনে দিয়ে দলীয় কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়।
দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র আহবায়ক এস এম শফিকুল আলম মনা। বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহীর, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহনা ঈসা, কাউন্সিলর হাফিজুর রহমান মনি, বদরুল আলম খান, শের আলম সান্টু চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, শেখ আব্দুর রাজ্জাক, মাহবুব হাসান পিয়ারুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।