নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০১:১০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি ঘোষিত দশ দফা দাবী আদায়ে ও বিদ্যুৎ এর দাম কমানোর দাবিতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী সদর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জানুয়ারী) নোয়াখালী প্রেস ক্লাবের চত্তরে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব মো: শাহজাহান।
সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহি পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আহগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো:নোমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকার জনগণের মৌলিক অধিকার হরন করেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তার উপরে সম্প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এখন ঘোষণার সাথে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম আবার বাড়বে। যা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে। শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। ক্ষমতায় যাওয়ার আগে সাধারণ মানুষকে কথা দিয়েছিলো ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বিনামূল্যে সার দিবে। আজ চাল ও সার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে।
বক্তারা আরো বলেন, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে বিএনপি যখন জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমেছে, তখনই সরকারে হামলা, মামলা, হুলিয়া ও দমন-পীড়ন বেড়ে গেছে। কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়। রাতের আঁধারের ভোটের সরকার জনগণের মমতা কি বুঝবে? তারা তো জনগণ থেকে বিচ্ছিন্ন। আর সেজন্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে। সরকার জানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিলে তাদের খুঁজে পাওয়া যাবেনা। জনগণ তাদের গ্রহণ করবেনা।