ধামরাইয়ে বিএনপির মিছিল থেকে ৬ নেতাকর্মীকে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১১:৪৭ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ গতিরোধ করে ৬ জন নেতাকর্মীকে আটক করেছে।
গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ধামরাই পৌরসভার সীমা সিনেমা হল রোডে বিএনপি পূর্ব ঘোষিত কর্মসূচীর হিসেবে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা , নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার অধীনে নির্বাচন সহ ১০দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ রাস্তা গতিরোধ করে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন সহ ৯নেতা কর্মীকে আটক করেছে ।
আটক কৃতরা হলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতুজ আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিকাইল হোসেন, কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই বিএনপির কর্মী আহাম্মদ আলী প্রমুখ সহ নেতাকর্মী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির আটক নেতাকর্মীদের বিরুদ্ধে ধামরাইথানায়মামলা দায়েরের প্রস্তুতি চলছে।