মৌলভীবাজার পৌর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৫০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মোঃ জালাল উদ্দিন।ফ্যসিস্ট দুর্নীতিবাজ, গণতন্ত্রহনহকারী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নিরর্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মৌলভীবাজার পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টার সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান ও সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক।
মিছিলটি মৌলভীবাজার শহরের কোর্ট রোড থেকে শুরু করে চৌমুহনী চত্বর হয়ে এম সাইফুর রহমান সড়ক সমাবেশের মাধ্যমে আজকের কেন্দ্রীয় কর্মসূচি পালন করে মৌলভীবাজার পৌর আহ্বায়ক কমিটি।
এসময় আরোও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর আহ্বায়ক কমিটির সিনিয়র নেতা রুনু আহমদ, লতিফ মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এইচ এম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদ আহমদ জুনেদ, সাধারণ সম্পাদক মিঠু তরফদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান বাহার খাঁন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর মিয়া, সহ-সাধারণ সম্পাদক মিলাদ হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক তালেব হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির আহমদ সহ প্রমুখ।
এ সময় সমাপনী বক্তব্যে পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান বলেন, ফ্যসিস্ট, দূর্নীতিবাজ, গণতন্ত্রহরনকারী সরকারের পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দাবি এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।