পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০১ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:১৩ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
১০ দফা দাবী ও বিদ্যুতের বর্ধিত দাম কমানোর দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি।
এসময় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
সমাবেশে বক্তারা বিদ্যুতের বর্ধিত দাম কমানোর জোর দাবী জানান তারা।
এদিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে দলীয় কার্যালয়ের আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।