কাপাসিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশী বাধা ও আওয়ামীলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬ এএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১০:৩৬ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাজীপুরের কাপাসিয়ায় ১০ দফাসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে থানা পুলিশ বাধা প্রদান করেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে ফিরার পথে আওয়ামীলীগের কর্মীদের হামলার শিকার হয়ে বিএনপি নেতা মাসুদ মোল্লা, হারুন ও ফারুকসহ অন্ততপক্ষে ৮/১০ গুরুতর আহত হয় বলে দলীয় সূত্র জানান।
উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। পুলিশী বাধায় বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের টিএনটি মোড় হতে সাফাইশ্রী খেয়াঘাট মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ অভিযোগ করে বলেন, বরাবরের মতোই বর্তমান সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও বাধা প্রদান করেছে। নিত্য প্রয়োজনীয় বিদ্যুতের দাম বার বার বাড়িয়ে জনগনকে অতিষ্ট করে তুলেছে। তিনি দ্রুত সরকারের প্রতি বিদ্যুতের দাম কমানোর দাবী জানান। এছাড়া বাক স্বাধীনতা হরনকারী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবী জানান।
এসময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, এফ এম কামাল হেসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুতফর রহমান, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।