মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬ এএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৭:০৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিদ্যুতের দাম কমানো সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোব মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জ সদর থানা বিএনপি।
আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলার বারইল এলাকায় অনুষ্ঠিত বিক্ষোব মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফজলুল হক খান।
গোলাম আবেদিন কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এস এম ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া সাইদ, নাসিরুদ্দিন আহমেদ যাদু, রিয়াজ মাহমুদ হারেজ, নুরুল ইসলাম নুরু, জিয়াউদ্দিন আহমেদ কবির, মাহবুবুল আলম উজ্জ্বল, জিন্নাহ খান, আশিকুর রহমান রামিল, অ্যাডভোকেট রাকিব হোসেন, ছাত্রদল নেতা আব্দুল খালেক শুভ প্রমূখ।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে বক্তারা বলেন, এই সরকার জনগণের মৌলিক অধিকার হরন করেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তার উপরে সম্প্রতি বিদ্যুৎের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে যা মড়ার উপর খাড়ার ঘা, তাই অনতিবিলম্বে সব ধরনের দ্রব্য মূল্য কমিয়ে আনার পাশাপাশি বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দিদের মুক্তি দেওয়ার জন্য আহবান জানান।