তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৬ এএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:২৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহের তারাকান্দায় যুগপৎ আন্দোলনের ঘোষিত বিএনপির ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, মাসুদ রানা খান, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জিবিদলের আহবায়ক হযরত আহম্মেদ সাকিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক
ওয়াহিদুজ্জান ওয়াহিদ, তারাকান্দা উপজেলা বিএনপির নেতা মোখলেছুর রহমান আকন্দ, ইয়াসিন মেম্বার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ, শ্রমিকদলের আহবায়ক পাভেল মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, জাসাস এর সদস্য সচিব আজিজুল ইসলাম ফাহিম প্রমূখ।