গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৯ এএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১১:৪২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলা, পৌরসভা, গাজীপুর সদর উপজেলা বিএনপি পৃথকভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবির বাস্তবায়ন এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক শাহজাহান সজলের পরিচালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের পরিচালনায় টেংরা রাস্তা মোর এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভীর পরিচালনায় মনিপুর বাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সফিকুল ইসলাম আকন্দ, বিএনপি নেতা আব্দুল মোতালেব, হুমায়ুন কবির সরকার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ফরিদা জাহান সপ্না, আফাজ প্রধান, মশিউর রহমান খান টিটু, সাইফুল হক মোল্লা, আবুল হোসেন প্রধান, হান্নান মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম সেলিম, নজরুল ইসলাম, এডঃ আহসান কবির, জেলা মহিলা নেত্রী গুলনাহার, কামাল হোসেন, জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা সহ গাজীপুর সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা বিএনপির সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, বিএনপি নেতা শাহজাহান মড়ল, জেলা ছাত্রদলের নেতা হাবিবুর রহমান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজিবুল বেপারী, পৌর যুবদলের আহবায়ক আবু তাহের প্রধান, যুবদল নেতা নাজিম সরকার, শরীফুল ইসলাম শরীফ, নাজমুল ফকির, রতন মিয়া, মকবুল মুসল্লী, ইমরান সরকার, পৌর ছাত্র দলের আহবায়ক মামুন আকন্দ, সদস্য সচিব আজিজুল হক, শ্রমিকদলের নেতা কাজল ফকির, মিজান মন্ডল, বাচ্চু মিয়া, শরীফ আহমেদ সরকার প্রমুখ।