লুটপাট করে সব খেয়ে সরকার এখন বিত্তবানদের সাহায্য চাচ্ছে : ডা.মাজহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ এএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৩:২৩ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সকালে গাজীপুর মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) সমাবেশে দলের কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, ভোটবিহীন অবৈধ সরকার ক্ষমতা দখলের পর লুটপাট করে সব খেয়ে ফেলেছে। তারা এখন ভিত্তবানদের কাছে সাহায্যের হাত পাচ্ছে। ইতিহাসের ধারাবাহিকতায় গাজীপুর থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।
একই সমাবেশে প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকার বলেন, হামলা-মামলা-গুম-খুন-নির্যাতন চালিয়ে অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না।
নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জিএস সুরুজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, সিটি কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, সরকার জাভেদ আহমেদ সুমন, প্রভাষক বসির উদ্দিন, মনিরুল ইসলাম মনির, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, আব্দুর রহিম মাদবর, বাবুল হোসেন, মইজউদ্দিন তালুকদার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, মোফাজ্জল চেয়ারম্যান, বসির আহমেদ বাচ্চু, আনোয়ারা বেগম, আব্দুর রহিম খান কালা, সিটি কাউন্সিলর মোছলেম উদ্দিন চৌধুরী মুসা, সিটি কাউন্সিলর সফি উদ্দিন সফি, সাইফুল ইসলাম টুটুল, সাংবাদিক দেলোয়ার হোসেন, ইদ্রিস আলী, মো. দেলোয়ার হোসেন, মনিরুল ইসলাম বাবুল, সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, মো. আসাদুজ্জামান নূর ভিপি আসাদ, মো. কামাল উদ্দিন, মো. তানভীর সিরাজ, এজিএস সাজেদুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, মো. আতাউর রহমান, গাজী সালাহ উদ্দিন, মাওলানা মোস্তফা জামান খোকন, মোতালেব হোসেন, শামসুদ্দোহা সরকার তাপস, অ্যাডভোকেট মাহবুব মোল্লা, মো. আবুল কাশেম, মো. জাহাঙ্গীর আল, মো. রোহানুজ্জামান শুক্কুর, বাপ্পি দে, শরিফ আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।