আশুলিয়া থানা বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৩ এএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১১:৩৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
১০ দফা দাবী ও বিদ্যুতের মুল্য কমানোর দাবীতে সারা দেশে বিএনপির কর্মসুচী অংশ হিসেবে আশুলিয়া থানা বিএনপির উদ্দ্যোগে আজ সোমবার (১৬ জানুয়ারি) সকালে আশুলিয়ার জিরানী চন্দ্রা- নবীনগর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার নের্তৃত্বে আশুলিয়া থানা বিএনপি ও তার সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীরা জিরানী চন্দ্রা- নবীনগর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে সমাবেশ শেষ করেন।
এসম উপস্থিত বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলা সভাপতি আব্দুর রহমান বাবুল, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আল হাজ্ব মোখলেছুর রহমান ইলিয়াস শাহী। জাতীয়তাবাদী তাতীদল ঢাকা জেলা সভাপতি মোঃজাকির হোসেন মুন্সী,আশুলিয়া থানা বিএনপি দপ্তর সম্পাদক মোঃ রাজিব খান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ সায়েম খান, শামিম, মানিকসহ শ" শ" নেতাকর্মীরা।