সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা ও কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৫ পিএম, ১৪ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০১:০১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাতকানিয়া উপজেলার আওতাধীন নলুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের মতবিনিময় সভা এবং বিএনপির ওয়ার্ড় কমিটি গঠিত হয়।
এতে সাবেক ছাত্রদল নেতা সাতকানিয়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জমির উদ্দীনের সঞ্চালনায় নলুয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির মূল শক্তি হচ্ছে দেশের সাধারণ কেটে খাওয়া মানুষ আর এই সংগঠনের সাংগঠনিক শক্তি হচ্ছে তৃণমূল পর্যায়ের ওয়ার্ড় কমিটির নেতাকর্মীরা, তাই আপনাদের কে তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান চলমান আন্দোলনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপর হামলা মামলার বিষয়ে মনিটরিং করতেছেন এবং নেতাকর্মীদের সার্বিক বিষয়ে খোঁজখবর রাখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক, যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, এম এ রহিম, হারুনুর রশিদ, এস এম নূরুল হক।
এতে আরো উপস্থিত ছিলেন, নলুয়া ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ এরফান, মোহাম্মদ নিয়াজু, মোহাম্মদ জামাল উদ্দিন, আমান আলী, হাবিবুর রহমান, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ গুরা মিয়া, মোহাম্মদ আজগর, আব্দুর রহমান, সরওয়ার কামাল, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ সিদ্দিক আহমেদ, সৈকত আলী, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জমির উদ্দীন, ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ জুবায়ের, চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নাজিম উদ্দীন, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, মিনহাজুল হক, মোহাম্মদ তকিব, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ জিমন, হুনায়ন কবির, মোহাম্মদ রকিব, মোহাম্মদ মহসিন সহ প্রমূখ।
এ সময় নলুয়া ইউনিয়ন বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।