লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ পিএম, ১৪ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:২৭ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সাবেক ছাত্রদল নেতা এস এম সাহাব উদ্দিনের সঞ্চালনায় লোহাগাড়া উপজেলা বিএনপির নেতা আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে আরো সুসংগঠিত হয়ে কাজ করার তাগিদ দেন।
তিনি আরো বলেন বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সাতকানিয়া লোহাগাড়ার এই সংসদীয় আসনটি হচ্ছে বিএনপির আসন, আগামীতে সাতকানিয়া লোহাগাড়া কে বিএনপিও ধানের শীষ প্রতীকের দূর্গ হিসাবে দেশনায়ক তারেক রহমান কে উপহার দিতে হবে, এজন্য সকলকে সাংগঠনিক কর্যক্রম বৃদ্ধি করে নেতাকর্মীদের আরো বেশি উজ্জীবিত করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক, যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার।
এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা ডা মোহাম্মদ আলী, লোহাগাডা উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি মোহাম্মদ ফৌজুল কবির ফজলু, লোহাগাডা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক মোঃ আরিফ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সহ-সভাপতি আহমদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন রানা, লোহাগাডা উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মোহাম্মদ কফিল উদ্দিন, লোহাগাডা উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম মো:শোয়াইব মো:আলী মো:সাজ্জাদ,ইকবাল হোসেন’উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মানিক’মো:ফয়সাল’আতিকুল ইসলাম’সোহরাব হোসেন প্রমুখ।