আড়িপাতার প্রযুক্তি দিয়ে জনগণের মৌলিক অধিকার খর্ব করছে সরকার : মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ১৩ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:৪০ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ইন্টারনেটে গোয়েন্দা নজরদারিতে ইসরাইলের কোম্পানি থেকে বাংলাদেশ সরকারের অত্যাধুনিক প্রযুক্তি কেনার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, জনগণের টাকায় আড়িপাতার প্রযুক্তি কিনে জনগণের মৌলিক অধিকার খর্ব করছে সরকার। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হাতে এ দেশের জনগণের কোনো মৌলিক অধিকারই সুরক্ষিত নয়।
আজ শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, গত কয়েক বছরে বিরোধী রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী এবং ভিন্ন মতাবলম্বীদের ফোনালাপ ফাঁসের ঘটনায় এটা নিশ্চিত করে বলা যায় যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের গোয়েন্দা সংস্থা নজরদারির বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসছে। ক্ষমতাসীন মহল নিজেদের স্বার্থে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে এ ধরনের নজরদারির প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার করছে। জনগণের টাকায় এসব প্রযুক্তি কিনে জনগণকেই দমনের জন্য ব্যবহার করছে সরকার।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মান্না বলেন, এমন প্রযুক্তির ব্যবহারে ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের গোপনীয়তা, সুরক্ষা এবং বাক ও মতপ্রকাশের স্বাধীনতাসহ জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার খর্ব করে চলেছে সরকার। সংসদে দাঁড়িয়ে অবৈধ স্বৈরাচার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের প্রযুক্তি ব্যবহারের কথা এক রকম স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, সরকার এক্ষেত্রে আইনসিদ্ধ প্রযুক্তি ব্যবহার করছে। আমরা জানতে চাই, কি সেই আইনসিদ্ধ প্রযুক্তি।
ক্ষমতাসীন সরকারের হাতে দেশের মানুষের কোনো সাংবিধানিক অধিকার সুরক্ষিত নয় মন্তব্য করে ডাকসু’র এই সাবেক ভিপি বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের পতন ছাড়া জনগণের মৌলিক অধিকার সুরক্ষা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর। প্রয়োজন একটি সত্যিকারের গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সরকার এবং শাসনব্যবস্থা পরিবর্তনের সেই লক্ষ্যেই নাগরিক ঐক্য এবং গণতন্ত্র মঞ্চ লড়াই করে যাচ্ছে।