প্যারোলে মুক্তি পেয়ে পাবনায় মায়ের জানাজায় অংশ নিলেন শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৫ পিএম, ১৩ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:১০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস প্যারোলে মুক্তি পেয়ে পাবনায় তার মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় পাবনা শহরের কুঠিপাড়া ঈদগাহ মাঠে তার মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। গত বুধবার (১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মায়ের মৃত্যুর পর তাঁর জানাজায় অংশ নেয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১২ ঘন্টার জন্য তার প্যারোল মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পাবনায় নিয়ে আসা হয়। গভীর রাতে অনুষ্ঠিত জানাজায় এলাকাবাসীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে শিমুল বিশ্বাসকে পুলিশি পাহারায় আবার ঢাকার কেরানীগঞ্জ করাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গেল বছরের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে৷ তারপর ওইদিনই দলীয় কার্যালয়ের সামনে থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।