জুলুম নির্যাতন থেকে বাঁচতে হাসিনার পতনের বিকল্প নেই : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ১৩ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৪:৩৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জুলুমবাজ অবৈধ আওয়ামী সরকারের দুর্নীতি ও লুটপাটে দেশ আজ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে নীরব দুর্ভিক্ষ বিরাজ করছে। গ্রেফতার নির্যাতনের চরম সীমা লঙ্ঘন করে সরকার জনগণকে দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টায় লিপ্ত। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সহ ১০দফা দাবিতে জনগণ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি মিডিয়া সেল ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল কারাবন্দী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এর বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অবৈধ সরকার জিয়া পরিবারকে নির্যাতনের চরম পর্যায়ে নিয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রেখেছে। দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মীনী ডাঃ জুবাইদা রহমানের স্থাবর-অস্থাববর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আদালতের মাধ্যমে ফরমায়েশি রায় প্রদান করে। বাংলাদেশকে মাফিয়া চক্রের হাত থেকে উদ্ধার করতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন জনগণের মৌলিক দাবি। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পদত্যাগ না করলে গণ বিপ্লবের মাধ্যমে হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে।
এছাড়াও মীর হেলাল নেতৃবৃন্দকে নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানবীরের পিতা কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা মরহুম শামশুল আলমের কবর জিয়ারত করেন ও তাঁর পরিবারের খোঁজ খবর নিতে বাসায় যান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, দক্ষিণ জেলা বিএনপি নেতা মিসকাত চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আকবর আলী, ছাত্রদল সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসিফ চৌধুরী লিমন, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক যথাক্রমে আরিফুর রহমান, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, নুর নবী মহররম, চবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলাউদ্দিন মহসিন, বন্দর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াছিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য যথাক্রমে এনামুল হক, আব্বাস উদ্দিন, উত্তর জেলা যুবদল নেতা জিএম সাইফুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।