শিমুল বিশ্বাসের মায়ের মৃত্যুতে বিএনপি শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৫ পিএম, ১২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৪৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী কারান্তরীণ অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মাতা মোছা. খোদেজা বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মোছা. খোদেজা বিশ্বাসের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনের মতো আমিও গভীরভাবে সমব্যথী। পরহেজগার নারী হিসাবে তিনি এলাকাবাসীর নিকট অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুমাকে জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। বিএনপির মহাসচিব শোকবার্তায় মোছা. খোদেজা বিশ্বাসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।