সিলেটে বিএনপির গণ–অবস্থান কর্মসূচি ঘিরে মোড়ে মোড়ে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৮ এএম, ১১ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৭:৪৬ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি আজ বুধবার একযোগে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে। এ কর্মসূচিকে ঘিরে সিলেটের বিভিন্ন মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
আজ বুধবার (১১ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সিলেট রেজিস্ট্রারি মাঠে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়েছে। তবে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গতকাল মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথসভার পর অনিবার্য কারণে কর্মসূচির স্থান পরিবর্তন করে সিলেট রেজিস্ট্রারি মাঠে আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
আজ সকাল থেকে সরেজমিন দেখা যায়, কর্মসূচি ঘিরে রেজিস্ট্রারি মাঠের পাশে সুরমা মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া নগরের জিন্দাবাজার, চৌহাট্টাসহ বেশ কয়েকটি মোড়েও পুলিশি টহল চোখে পড়েছে। তবে আজ বেলা ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস প্রথম আলোকে বলেন, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা ঠেকাতে সিলেট মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সিলেট রেজিস্ট্রারি মাঠে গণ-অবস্থান কর্মসূচি পালন করবে সিলেট বিভাগীয় বিএনপি। অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘কর্মসূচিতে সিলেট জেলার বাইরের নেতা-কর্মীরা অংশ নেবেন। তবে সিলেট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আমাদের কর্মসূচি ঠেকানোর ঘোষণা দিয়েছে বলে শুনেছি। এ কর্মসূচি গণতান্ত্রিক কর্মসূচি। এটা ঠেকানোর মতো কোনো কর্মসূচি নয়। তারা (আওয়ামী লীগ) ঠেকালে সাধারণ মানুষসহ বিএনপির নেতা-কর্মীরা তাদের প্রতিহত করবেন।’
এদিকে ইতিমধ্যেই সিলেট রেজিস্ট্রারি মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ উপস্থিত হয়েছেন।