বিএনপির গণ-অবস্থান আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩১ এএম, ১১ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১০:১০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার রাজধানীসহ সারা দেশের বিভাগীয় শহরে গণ-অবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
গত ৩০ ডিসেম্বর গণমিছিল-পূর্ব সমাবেশ থেকে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা ও ফরিদপুরে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত গণ-অবস্থান পালিত হবে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিভাগীয় পর্যায়ে গণ-অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণকে উক্ত গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দেয়ার আহবান জানানো হয়েছে। বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে কোন নেতা কোথায় থাকবেন :
ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস। সিলেট : বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। রাজশাহী : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ময়মনসিংহ : বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চট্টগ্রাম : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বরিশাল : বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। রংপুর : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। কুমিল্লা : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। খুলনা : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফরিদপুর : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান।
এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় অবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। বিজয়নগর পানির ট্যাংকের সামনে কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রীতম হোটেলের উল্টো দিকে অবস্থান করবে। কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এলডিপি। জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব প্রান্তে বাম গণতান্ত্রিক ঐক্য জোট কর্মসূচি পালন করবে। বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে বিজয়নগর আকরাম টাওয়ারের সামনে ১৫টি সংগঠনের সমমনা গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে।