সরকারের প্রতিটা কাজই জনগণের স্বার্থ বিরোধী : শরীফুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ এএম, ১০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৭:৪৩ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সৌদি প্রবাসী ঐক্য পরিষদ ভৈরব উপজেলা বিএনপি,র উদ্দ্যোগে আজ মঙ্গলবার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভৈরব কমলপুরস্ত ভৈরব উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, বর্তমান সরকারের প্রতিটা কর্মকান্ডই জনগণের স্বার্থ বিরোধী।
তিনি বলেন, সরকারের দূর্ণীতি ও লুটপাটের কারনে দেশের মানুষ অতি কষ্টে দিনাতিপাত করছে। দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে মানুষ কষ্টে আছে। সরকার ক্ষমতায় আসার পূর্বে বলেছিলো ১০ টাকা কেজি দামে চাউল খাওয়াবে কিন্ত মানুষ বর্তমানে ৭০/৮০ টাকা দরে চাউল কিনে খাচ্ছে। এ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করে গত নির্বাচনে দিনের ভোট আগের রাতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সীল মেরে বাক্স ভরে রেখেছে।
তিনি আরোও বলেন, সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার নেতা কর্মী কে তীব্র আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করতে হবে।
সৌদি প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক কালু আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় সৌদি প্রবাসী ঐক্য পরিষদের আর্থিক সহযোগিতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পৌর বিএনপি সভাপতি হাজী মোঃ শাহীন, সাধারন সম্পাদক ভিপি মজিবুর রহমান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল মৎসজীবি দল,কৃষক দল,তাঁতী দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।