সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৭ এএম, ১০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১০:২০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সাতকানিয়া পৌর বিএনপি'র আওতাধীন সকল ওয়ার্ড সমূহের তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সাতকানিয়া পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি'র আহবায়ক মামুনুর রশীদ (সাবেক মেম্বার) এর সভাপতিত্বে সাংগঠনিক টিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক জামাল হোসেন।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি আদালত কর্তৃক ক্রোকের আদেশ ফরমায়েশি এবং রাজনৈতিক প্রতিহিংসা মূলক বলে মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে যখন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন চলছে। যখন বিএনপি'র পক্ষে জনস্রোত ঠেকাতে পারছে না, তখন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ও উনার সহধর্মিণীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যে মামলায় হয়রানি করে নেতাকর্মী ও জনসাধারণের মনোবল বিনষ্ট করতেই সরকারের ইঙ্গিতে এই আদেশ দেওয়া হয়েছে। কিন্তু এই অবৈধ সরকারের পতনের আন্দোলন দিনদিন আরো ত্বরান্বিত হচ্ছে।
তিনি সাতকানিয়া পৌরসভা বিএনপি'র ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ কে আরো সুসংগঠিত হয়ে চলমান আন্দোলন কর্মসূচীতে অংশগ্রহন করার আহবান জানান।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি'র আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি নেতা এস এম নূরুল হক, পৌরসভা বিএনপি নেতা নূরুল কবির নূরু (সাবেক মেম্বার), মোতাহের হোসেন মামুন, নূরুল আনোয়ার মকসুদ, এস এস আবদুল্লাহ্ কমরুদ্দীন, সাঈদ আনোয়ার, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম, মোহাম্মদ মামুন, মোহাম্মদ রিপন, হুমায়ুন কবির মামুন, আবদুল্লাহ্ হান্নান, সৈয়দ নূর, আবদুল মান্নান, আনোয়ারুল হক, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ নাছির উদ্দীন সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।