তারেক রহমান ও জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রুয়েট'র উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৫ এএম, ১০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৯:১৪ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রুয়েট এর সভাপতি প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ জানান তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের দেয়া আদেশে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এমন এক সময়ে এই রায় দেওয়া হলো, যখন তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের মালিকানা ও গণতন্ত্র পুনুরুদ্ধারের আন্দোলন চলছে এবং সময়ের সাথে সে আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি জনগণের আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পুলিশ বাহিনী দিয়ে গুলি করে আন্দোলন কারীদের হত্যা করেছে। বাধা, প্রতিবন্ধকতা, গ্রেপ্তার, মিথ্যা মামলা, ও দমন-পীড়ন চালিয়েও আন্দোলন যখন নস্যাৎ করতে পারছেনা ঠিক তখনই এই পদক্ষেপ নেয়া হলো।
স্মর্তব্য যে, ২০০৭ সালের ১/১১-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশকে বিরাজনীতিকরণ করতে মাইনাস-২ ফর্মুলা বাস্তবায়নের অপচেষ্টা হয় ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয়া হয়। এমনকি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় ডাঃ জুবাইদা রহমানকেও মিথ্যা মামলার আসামি করা হয়। জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে এসব অসত্য, বানোয়াট, ও কাল্পনিক অভিযোগে মামলা বর্তমান সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করার কাজে ব্যবহার করছে।
সেই ধারাবাহিক চেষ্টার অংশ হিসাবে এবং চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্যই এই রায় বলে আমরা মনে করি। মিথ্যা মামলা ব্যবহার করে বিরোধী মতকে নির্মূল করার এই অপরাজনীতি আমরা প্রত্যাখ্যান করি।
আমরা সরকারকে এসব ষড়যন্ত্র পরিত্যাগ করে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসার আহবান জানাই। অবিলম্বে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান এর বিরুদ্ধে দেয়া এই আদেশ ও রায় বাতিল করারও জোর দাবি জানাচ্ছি।