গাজীপুর মহানগরের ৮ থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:৫৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুর মহানগরীর ৮ থানা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এম. মঞ্জুরুল করিম রনি ও সদস্য সচিব মো. শওকত হোসেনের স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দেয়া হয়।
প্রভাষক বসির উদ্দিনকে আহ্বায়ক ও আসাদুজ্জামান নূরকে সদস্য সচিব করে টঙ্গী পশ্চিম থানা বিএনপির ৪৯ সদস্যের কমিটি, সরকার জাভেদ আহমেদ সুমনকে আহ্বায়ক ও সফিউদ্দিন সফিকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট টঙ্গী পূর্ব থানা বিএনপি, খন্দকার আলী হোসেনকে আহ্বায়ক ও আব্দুর রহিম মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কাশিমপুর থানা বিএনপি, মনিরুল ইসলাম বাবুলকে আহ্বায়ক ও মো. কামাল উদ্দিনকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের গাছা থানা বিএনপি, ইদ্রিস আলী সরকারকে আহ্বায়ক ও মো. বাবুল হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কোনাবাড়ী থানা বিএনপি, হাসান আজমল ভূইয়াকে আহ্বায়ক ও সাইফুল ইসলাম টুটুলকে সদস্য সচিব করে ৪১ সদস্যের সদর মেট্রো থানা বিএনপি, মনিরুল ইসলাম মনিরকে আহ্বায়ক ও মোছলেম উদ্দিন চৌধুরী মুসাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট বাসন থানা বিএনপি এবং মো. দোলোয়ার হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকিকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের পূবাইল থানা বিএনপির কমিটি গঠন করা হয়। এদিকে এ কমিটি ঘোষণার পর পূবাইলে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকির সমর্থকরা এলাকায় তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করে এবং এলাকায় মিষ্টি বিতরণ করে।