কারাগার থেকে বেরিয়ে পল্টন কার্যালয়ে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৩২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কারাগার থেকে মুক্তি পেয়েই রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হাজির হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ভিড় জমিয়েছেন অন্য নেতাকর্মীরাও।
রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় জামিনের পর আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এর আগে দুপুরে ঢাকার সিএমএম আদালতের জুডিশিয়াল মুন্সিখানায় তাদের হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। এরপর তাদের আইনজীবী জামিননামা দাখিল করেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন।
গতকাল রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ তাদের ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন। একই সঙ্গে হাইকোর্টে জামিন প্রশ্নে জারি করা রুল আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন। একইসঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করেন আদালত। এরপর তাদের জামিন স্থগিত চেয়ে গত ৪ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। তবে এ মামলার এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না। অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তারের পর গত ৯ ডিসেম্বর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।