বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মর্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ এএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৭:৪৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মর্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না। এরপরও যদি আওয়ামী লীগ নির্বাচন করার চেষ্টা করে, তা করতে দেওয়া হবে না। ঝালকাঠিতে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও বিশ্লেষণ বিষয়ে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ সোমবার (৯ জানুয়ারি) সকালে শহরের আমতলা সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতারা।
সভায় তারেক রহমানঘোষিত গণতান্ত্রিক আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন আলতাফ হোসেন চৌধুরী।