জোয়ার যখন শুরু হয়, তখন বাঁধ দিয়ে রাখা যায় না : লুৎফর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫১ পিএম, ৮ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০২:০৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, জনগণ রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিয়েছে। জোয়ার যখন শুরু হয়, তখন বাঁধ দিয়ে রাখা যায় না।
আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুব জাগপার নেতা শহীদ আবু রায়হানের নবম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুব জাগপা আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঘরে বসে অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দাবী আদায়ে রাজপথই হলো ঠিকানা। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এখন জনগণের বাতিঘর। তাই এই সরকার ভয় পায় সে কারণে জিয়া পরিবারকে নিয়ে নানান ষড়যন্ত্র শুরু করেছে। এর দায় সরকারকে নিতে হবে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার চলমান আন্দোলনের অন্যায় ভাবে মিথ্যামামলা দিয়ে কারাগারে সকল রাজবন্দিদের মুক্ত করতে হবে।
তিনি বলেন, শফিউল আলম প্রধানের শিক্ষা নিয়েই ৫ই জানুয়ারি দিনাজপুর পার্বতীপুরে যুব জাগপার নেতা শহীদ মাসুদ রায়হান নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছিল গণতন্ত্রের জন্য। তার রক্তের ঋণ পরিশোধ করতে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, জনগণের উত্তাল ঢেউ শুরু হয়েছে। জনতার এ উত্তাল তরঙ্গের মধ্যে দিয়ে সুনামির মতো ফ্যাসিবাদী, দুর্বৃত্ত, দুর্নীতিপরায়ণ, গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ সরকার ভেসে যাবে। যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক এস এম শাহাত, জাগপার যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, যুব জাগপার সাধারণ সম্পাদক কাওছার হামিদ, সহসভাপতি আহমাদুল্লাহ দিলু, সহ সাধারণ সম্পাদক আরিফিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম (নোমান) প্রমুখ।