রাজধানীর কল্যানপুরে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৯ পিএম, ৮ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৭:১৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ রবিবার বিকেল ৩টায় রাজধানীর কল্যানপুরের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আকরাম আহমেদ এর নেতৃত্বে মিছিলটি শ্যামলী পলিটেকনিক গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আকরাম আহমেদ বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার আদালতের উপর বন্দুক রেখে ফরমায়েশি রায়ের মাধ্যমে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন নিশ্চিত করে সব কিছুই প্রমান করা হবে।
এ সময় আরো উপস্থিত মিরপুর থানা ছাত্রদল নেতা মোঃ সুজন, রুপনগর থানা ছাত্রদল নেতা রাজু, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মাসুুদসহ দুই শতাধিক নেতাকর্মী।