১৫টি সংগঠনের সমন্বয়ে সমমনা গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৩ পিএম, ৮ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
সরকার পতনের যুগপৎ আন্দোলনে যুক্ত হতে ১৫টি সংগঠনের সমন্বয় আত্মপ্রকাশ হয়েছে 'সমমনা গণতান্ত্রিক জোট'।
আজ রবিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন জোটের প্রধান সমন্বয়ক বাংলাদেশ ইয়থ ফোরামের সভাপতি সাইদুর রহমান।
তিনি বলেন, ''গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির ১০ দফা সফল করার লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে ২৭ দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলনে অংশগ্রহনে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা ১৫টি সংগঠনকে মিলে 'সমমনা গণতান্ত্রিক জোট' ঘোষণা করছি।"
''আমরা এই কর্তৃত্ববাদী, দখলদার ফ্যাসিবাদী, নিশিরাতের ভোট চোর সরকারের বিরুদ্ধে বিএনপির ডাকা সকল কর্মসূচি যুগপৎভাবে আমরা সমমনা গণতান্ত্রিক জোট পালন করব।"
নবগঠিত 'সমমনা গণতান্ত্রিক জোট'র সংগঠনগুলো হচ্ছে, ইয়ুথ ফোরাম, জিয়া নাগরিক সংসদ, ডেমোক্রেটিক মুভমেন্ট, শহীদ জিয়া আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী নাগরিক দল, বাংলাদেশ জাস্টিজ পার্টি, সংবিধান সংরক্ষন পরিষদ. গণতন্ত্র রক্ষা মঞ্চ, জাতীয়তাবাদী চালক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ'৭১, ঘুরে দাঁড়াও বাংলাদেশ, মুভমেন্ট ফর ডেমোক্রেসি, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।
এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান উপস্থি ছিলেন।
অনুষ্ঠানে জিয়া নাগরিক সংসদের মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্টের আজিজুল হাই সোহাগ, শহীদ জিয়া আইনজীবী পরিষদের আবু ইউসুফ সরকার, জাতীয়তাবাদী নাগরিক দলের পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টির নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদের আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চের মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দলের মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ৭১ 'র আনসার আলী শিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশ এর খায়রুল হক আবেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের বাহাদুর আহমেদ পিন্টু, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলনের টিপু সুলতান, যুব ঐক্য পরিষদের ওমর ফারুক প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকার পতনের যুগপৎ আন্দোলন জোরদারে ইতিমধ্যে ২০ দলীয় জোট বিলুপ্ত হয়ে ১১ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট আত্মপ্রকাশ হয়েছে।
এরআগে গণতন্ত্র মঞ্চ জোটও বিএনপির সাথে সরকার পতনের আন্দোলনের যুগপৎ কর্মসূচিতে আছে এবং বাম গণতান্ত্রিক জোট আগামী কর্মসূচিতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।