গণসমাবেশ সফল করতে পবা উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪১ পিএম, ৮ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৬:৩৫ এএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তবাদী দলের-বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারী সারা দেশব্যাপি গণঅবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হবে। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা, মিথ্যা মামলা, ফরমায়েসী সাজা, বর্তমান সরকারের নানা অকর্ম, গণতন্ত্র পুনরুদ্ধার ও এই ফ্যাসিস্ট সরকারের পতন তরান্বিত করতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে আজ রবিবার বিকেলে নগরীর বিসিক এলাকায় পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
তিনি বলেন, দেশ অরাজকতায় ছেয়ে গেছে। মানুষের কোন স্বাধীনতা নাই। গণতন্ত্রকে হত্যা করে এই সরকার বাকশাল কায়েম করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে মতামত পোষনের অধিকার খর্ব করেছে। সেইসাথে বিরোধীদল দমনে সকল প্রকার অপকর্ম তারা করছে। মিথ্যা মামলা থেকে শুরু করে ফরমায়েশী রায় প্রদান অব্যাহত রেখেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শান্তিপুর্ন কর্মসূচীতে বাধা প্রদানসহ গুলি করে নেতাকর্মী হত্যা করছে।
শুধু তাই নয় মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করেছে। সেই সাথে সুইচ ব্যাংকে টাকা জমা করে দেশের অর্থনৈতিক তারুল্য থামিয়ে দিয়েছে। এচাড়াও জ্বালানী তেলসহ সকল প্রকার তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে দেশকে সংকটে ফেলে দিয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির ফলে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরনের একমাত্র পথ হচ্ছে এই বিনা ভোটের সরকারের পতন। সরকার পতনের লক্ষ্যেই এই গণঅবস্থান কর্মসূচী পালন করা হবে। এই কর্মসূচী সফল করতে ঠিক সময়ে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ফরমায়েশী রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম,সদস্য সচিব রেন্টু, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোতাহার হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব শাহিনুর রেজা সান্নান ও দামকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নওশাদ আলী।
আরো উপস্থিত ছিলেস হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ আলী ও হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সোহেল রানা, শফিকুল, আসাদুজ্জামান ও আকরাজ্জুমামান, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক আকতারুজ্জামান মামুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।