তারেক রহমান-জুবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের প্রতিবাদে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১ এএম, ৮ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:১৩ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল।
গতকাল শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্য সচিব আবু হাসানের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় এর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, জনসমর্থন হারিয়ে সরকার পাগলা কুকুরের মত আচরন করছে। তারা বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চক্রান্ত করছে। এজন্য তারা শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক অভিযোগে এনে নেতৃত্ব থেকে সরাতে চাইছে। এতে হয়রানি করা যাবে কিন্তু কোন ফল পাওয়া যাবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।