ভালুকায় বিএনপির বিশাল র্যালী ও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:৪৪ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে এবং ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় বিশাল র্যালী ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
আজ শনিবার দুপুরে উপজেলা ছাত্রদলের ব্যানারে এই কর্মসূচি পালন করে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এই মিছিলের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আরেক যুগ্ম আহবায়ক সালাউদ্দিন ও পৌর বিএনপির আহবায়ক হাতেম আলী। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ভালুকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শান্ত, উপজেলা ছাত্রদলের সদস্য হানিফ ও পৌর ছাত্রদল নেতা শাকিল জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে উপজেলার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় এলাকা থেকে এই র্যালিটি বের হয়ে মহাসড়ক ঘুরে ফের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় সরকার ভীত। এ কারণে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামীলীগ সরকার তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সম্পত্তি ক্রোকের ফরমায়েশি আদেশ জারি করেছে। কিন্তু এসব করে ক্ষমতা ধরে রাখা যাবে না। অচিরেই চূড়ান্ত আন্দোলনে সরকারের পতন নিশ্চিত করা হবে।